জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | District Judge Court Job Circular 2023

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | District Judge Court Job Circular 2023 খুলনা জেলা জজ আদালতে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরসরি নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের পুকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মালয় কর্তৃক নির্ধারিত মকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান কল মাউতেছে।

 

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম জেলা ও দায়রা জজ আদালত
চাকরির ধরণ সরকারি চাকরি
প্রকাশের তারিখ ৩১ অক্টোবর ২০২৩
পদ সংখ্যা একাধিক
লোক সংখ্যা একাধিক নিচে দেখুন
বয়স ১৮ – ৩০ বছর
প্রকাশ্য সূত্র দৈনিক ইত্তেফাক
আবেদন করার মাধ্যম ডাকযোগে
আবেদন শুরুর তারিখ ৩১ অক্টোবর ২০২৩ (সর্বশেষ নিয়োগ)
আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৩ (সর্বশেষ)
অফিশিয়াল ওয়েবসাইট একাধিক ওয়েবসাইট
আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে
আমাদের ওয়েবসাইট

District Judge Court Job Circular 2023

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে আগ্রহী প্রার্থী ছিলেন তারা কর্তৃপক্ষের দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য সংগ্রহ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া সকল তথ্য ভালোভাবে বিশ্লেষণ করুন এবং আপনি যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী সে জেলার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে তারপর আবেদন প্রক্রিয়া অনুসরণ করুন।

 

বাংলাদেশের সকল জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই পেজের মধ্যে কভার করার চেষ্টা করেছি। তাই আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন বাংলাদেশের সকল জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য এবং সকল তথ্য জানার জন্য।জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি কোন একটি নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নয়।

তাহলে নিচে দেওয়া সকল তথ্য বিশ্লেষণ করে আপনার কাঙ্খিত সমাধান পেতে পারেন।আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, দরখাস্তের শুরুর তারিখ, সময়সীমা দেখে নিজেকে যোগ্য প্রার্থী মনে করে থাকলে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করুন।

শুধুমাত্র যোগ্য প্রার্থীর আবেদন করে সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং আপনার মাঝে যোগ্যতা এবং অভিজ্ঞতা বিদ্যমান থাকে তাহলে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করুন।বাংলাদেশের সকল জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিশগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন এবং সকল বিষয়ে অবগত হওয়ার পর আবেদন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

বাংলাদেশের সকল জেলা ও দায়রা জজ আদালতের সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়তই এই পেজের মাঝে পাবলিশ এবং আপডেট করা হয়ে থাকে, তাই আপনি যদি জেলা ও দায়রা জজ আদালতের সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে এই পেজটি সম্পন্ন মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন।

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | District Judge Court Job Circular 2023

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

 District Judge Court Job Circular 2023

 

প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে এবং পাত্রী কর্তৃক দরখাটি হতে পূর্ব্বকৃত ও স্বাক্ষরিত হইতে হইবে। চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরি জেলা ও দায়রা জজ, ১ম আদালত, খুলনা বরাবর ডাকযোগে অথৰ সত্ৰ সরি আবেদন প্রেরণ করিতে হইবে।

খামের উপর আদালতের ও পদের নাম উল্লেখ করিতে হইবে। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ২৩/১১/২০১৩ ইং বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। বিলম্বে প্রান্ত, অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। আবেদনপত্রের সহিত স্পষ্ট অক্ষরে ৯.৫ × ৪.৫ ইঞ্চি থামের উপর নিজ ঠিকানা লিখিয় ১০ (দশ) টাকার ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম দিতে হইবে। জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের নমুনা ওয়েবসাইট (http://forms.mygov.bd) এ পাওয়া যাইবে।

শূন্য পদ পূরণে বোটা সম্পর্কিত পুচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হইবে। কোটা দাবীকৃত আবেদনকারীকে খামের উপর কোন কোটায় আবেদন করা হইয়াছে অহা সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট কোটার অধিকারী মর্মে সত্যায়িত পুমাণপত্র আবেদনের সহিত দাখিল করিতে হইবে।

১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোল ৫ স্কে মিঃ সাইজের ৩ কপি রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থল সংযুক্ত করিতে হইবে।

পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনকারীদের অফেরতযোগ্য ২০০/- (দুইশত) টাকা এই ২ ও ৩নং ক্রমিকে বর্ণিত আবেদনকারীদের অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা বাংলাদেশ ব্যাংক সনালী ব্যাংকের ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নং কোডে জমা প্রদান করিয় চালের মূলকপি আবেদনের সহিত অবশ্যই সংযোজন করিতে হইবে। পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার ধহণ যোগ্য নহে।

ড. আবেদনকারীর বয়স ২৩/১১/২০২৩ খ্রীষ্ট অরিরে ১৮ (আমার) হইতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হইতে হইবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-বনয় / পুরু-বনয়র পুত্র-কনার ক্ষেত্রে বয়সের ঊর্বসীমা ৩২ বছর। বয়সের ব্যপারে কোন প্রকার ওয়াফিডেভিট হলৰ্যে নহে।

জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি চাকুরী হইতে বরখাস্ত সন্স কৃত ঝর্থীগণ আবেদন করিতে পারিবেন না ।

ঋথমিক বই অন্তে আবেদনপত্রের সহিত প্রাপ্ত প্রবেশপত্রে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে যোগ্য প্রার্থীদের বরাবরে প্রাপ্ত খামে লিখিত পরীক্ষার পুবেশপ ডাকযোগে প্রেরণ করা হইবে।

সকল বিধিবিধান অনুসঙ্গ পূর্বক ১নং পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষ এবং ২ ও নং পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ঋণী বাছাই চুড়ান্ত করা হইবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অতীয় পরিচয়পত্রের এবং বোটার অধিকারীদের ক্ষেরে প্রমাণ পরোর মূল কপি সহ ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রত্যেকটি সনদের ফটোকপি সঙ্গে আনিতে হইবে।

আবেদনের সহিত অন্য কোন বাগান অথর বোন ধরার সনদ অথবা কোন সনদের ফটোকপি দাখিল করিবার অবশ্যকতা নাই । পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন পূবার টিএ/ডিএ প্রদান করা হইবে না। অর্থীগণকে প্রয়োজনীয় কলম, পেনসিল সঙ্গে আনিতে হইবে ।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ পদের সংখ্যা কম-বেশি করিবার ক্ষমতাসহ যে কোন পদের নিয়োগ স্থগিত রাখিবার ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয় পণ্য হইবে ।

উল্লেখ্য যে-খুলনা জেলা জজ আদলতে জারীকারক ০২টি এবং অফিস সহায়ক ০৯টি শূন্য পদ পূরণের জন্য গত ১৭/১১/১৬ অধিনে ‘দৈনিক পূর্বঋণ পরিবার পুরাপিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭/১১/২০১৭ অরিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি নং পনুষী উক্ত লিখিত পরীক্ষ রতিল করা হইয়াছে। উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীণ পুনরায় উক্ত পদের বিপরীতে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোপূর্বে লিখিত পরীক্ষায় অংশগ্র করিয়াছেন অদেরকে নতুন করিয় আবেদন করিবার আবশ্যকতা নাই এবং অদের পুতি নতুন কবির পুবেশপত্র ইস্যু করা হইবে।

অন্য বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত নমুনা পুবেশপত্র পৃথক এ-৪ সাইজের কাগজে কম্পিউটারে টাইপ করে অনুমান ২ ও ৩ নং ক্রমিক পূরণপূর্বক চাকরির আবেদনের সহিত সংযুক্ত করিয়া খেল করিতে হইবে।

সরকারি ও বেসরকারি জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে  ভিজিট করুন আমাদের  upazilajob.com ওয়েবসাইট।  যদি  চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Banglalink Job Circular 2023 এর সকল বিস্তারিত নিম্নে দেওয়া হল, আপনার প্রয়োজনের ক্ষেত্রে তথ্য গুলি পড়ে নিন।

 

About upazilajob

Check Also

পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Family Planning Inspector Job Circular 2024

পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Family Planning Inspector Job Circular 2024

পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Family Planning Inspector Job Circular 2024 পরিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *