বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব।বিদ্যুৎ বিলের বিষয়টি অনেক গুরুত্বপুর্ন্য ।অনেক সময় দেখা যায় মিটার নষ্ট হওয়ার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে এ হ্মেত্রে মিটার যে নষ্ট হয়েছে তা বুঝার উপায় হলো আপনি যদি আপনার বিদ্যুৎ বিল হিসাব করে বের করতে পারেন সেহ্মেত্রে আপনার মিটারের বিদ্যুৎ বিলের সাথে যদি আপনার হিসাব করা বিদ্যুৎ বিরের সাথে না মিলে তাহলে বুঝতে পারবেন যে আপনার মিটারের সমস্যা হয়েছে।তাহলে আপনার করনীয় হবে আপনি বিদ্যুৎ আফিসের সাথে যোগাযোগ করলে আপনার মিটার পরিবর্তন করে দিবে।এখন কথা হচ্ছে যে যদি আপনি বিদ্যুৎ বিল হিসাব করতে না পারেন তাহলে আপনাকে সবসময় অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে।এ কারনে আমাদের সকলের উচিদ বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় তা জানা নিচে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবেন সে বিষয়ে আলোচনা করা হলো:
মনে করি,
আপনার বাসায় ২টা সিলিং ফ্যান ২টা এনার্জি লাইট ১টি ফ্রিজ এবং ১টি টেলিভিশন ব্যবহার করেন।এগুলো ব্যবহার করায় আপনার বিদ্যুৎ বিল যে পরিমান আসতে পারে নিম্নে তার হিসাব করা হলো:
প্রথমে সিলিং ফ্যান হিসাব করি,
সিলিং ফ্যান=সংখ্যা ×সময়×ওয়ার্ট
=2×16×80
=2560wh
=2560/1000
=2.65kwh
এনার্জি লাইটের হিসাব,
এনার্জি লাইট=সংখ্যা×সময়×ওয়ার্ট
=2×16×30
=960wh
=960/1000
=0.96kwh
ফ্রিজের হিসাব,
ফ্রিজ =সংখ্যা ×সময়×ওয়ার্ট
=1×22×100
=2200wh
=2200/1000
=2.2wh
টেলিভিশনের হিসাব,
টেলিভিশন =সংখ্যা ×সময়×ওয়ার্ট
=1×10×120
= 1200wh
= 1200/1000
=1.2wh
*এখন মোট বিদ্যুৎ বিল হসাব করব:
মোট বিদ্যু বিল= সিলিং ফ্যান + এনার্জি লাইট+ ফ্রিজ+ টেলিভিশন
=2.65+0.96+2.2+1.2
=7.01wh
একদিনের বিদ্যুৎ বিল=7.01wh
এখন ১ মাসের বিদ্যু বিল=7.01×30
=210.3
প্রতি ইউনিটের মুল্য যদি আমরা 6.30 টাকা ধরি তাহলে ইউনিটের মুল্য হবে =210.3× 6.30
=1324.89 টাকা (মোট খরচ)
এখন ১ মাসের বিদ্যুৎ বিল হবে=মোট খরচ+মিটার ভাড়া+ডিমাট চার্জ+সার্ভিজ চার্জ
=1324.89+40+10+15
=1389.89 টাকা মাত্র
উপরিক্ত জিনিস গুলো যদি আপনার বাসায় আপনি ব্রবহার করেন তাহালে ১ মাসের বিদ্যুৎ বিল হবে=1389.89 টাকা মাত্র।
আপনি যদি উপরিক্ত হিসাবগুলো যেভাবে করা হয়েছে একাইভাবে যদি আপনার বাসা বাড়ীর এবং ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব করেন তাহলে আপনাকে বিদ্যুৎতের বারতি বিল দিতে হবে না।
আপনার-বিদ্যুৎ-বিল-দেখুন
প্রতিদিন নিত্য নতুন সকল জনপ্রিয় প্রাইভেট চাকরি ও সকল সরকারি চাকরি খবর বিস্তারিতভাবে জানতে আমাদের ওয়েবসাইট বুকমার্কে সেভ করে রাখুন। প্রতিদিন কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২৪ এর মত বিস্তারিত সরকারি চাকরি ও প্রাইভেট চাকরির খবর দেখতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।